রুকইয়াহ হলো কুরআনের আয়াত, আল্লাহর নামের যিকর, এবং হাদিসে রাসূল ﷺ বা সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া পাঠ করে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পাওয়া বা রোগ থেকে আরোগ্য কামনা করা।
রুকইয়াহ করা হয় শারীরিক ও মানসিক রোগ, জাদু-টোনা, নজর এবং জ্বীনের উপদ্রব থেকে মুক্তি পেতে।
কোনো কবিরাজের কাছে না গিয়ে অবশ্যই অভিজ্ঞ কোনো রাক্বী দ্বারা রুকইয়াহ করা উচিত। অন্যথায় তা কবিরা গুনাহ ও হতে পারে। এক্ষেত্রে আমরা প্রায় সবধরনের রুকইয়াহ-ই করে থাকি। (তবে কিছু ক্ষেত্রে সেলফ রুকইয়াহ ও করা যেতে পারে।)
রাক্বী দ্বারা রুকইয়াহ করানোর পাশাপাশি, কেউ চাইলে নিজের বা পরিবারের জন্য নিজেই রুকইয়াহ করতে পারেন। এ ধরনের রুকইয়াহকে সেলফ রুকইয়াহ বলা হয়।
কবিরাজরা খারাপ জ্বীনের আশ্রয় নিয়ে তার থেকে তথ্য নিয়ে কাজ করে থাকে, যা সম্পূর্ণ হারাম, কুফর ও শিরক ও বটে। তাই আমরা কুফর থেকে দূরে থাকতে শারঈয়্যাহ ভিত্তিক পদ্ধতিতে রুকইয়াহ করবো।