বাড়িতে জ্বীনের উপস্থিতির সন্দেহ করছেন?

[ক]

যেসব বাড়িতে জ্বীনের উৎপাত থাকে, সেখানে কিছু অদ্ভুত সমস্যা দেখা দেয়, যেমন:

১. বিভিন্ন ছায়া বা আকৃতি দৌড়াতে দেখা। ২. রাতে বা বাড়িতে কেউ না থাকলে রান্নাঘর, অন্যান্য কক্ষ বা ছাদ থেকে মানুষের আওয়াজ শোনা যায়। ৩. ফাঁকা ঘর বা ছাদ থেকে পরিবারের সদস্যদের নাম ধরে ডাকার শব্দ শোনা। ৪. বাইরে বা দূরে থাকার কথা থাকলেও কাউকে হঠাৎ বাড়িতে দেখতে পাওয়া। ৫. অকারণে টয়লেটের ট্যাপ-ঝর্না চালু হওয়া, লাইট-ফ্যান অন-অফ হওয়া, দরজা-জানালায় ধাক্কা লাগার শব্দ শোনা। ৬. নিজেরা না করলেও জিনিসপত্র বারবার এলোমেলো হয়ে যাওয়া, এক জায়গার জিনিস অন্য জায়গায় পাওয়া। ৭. অকারণে কাঁচের জিনিসপত্র বা আয়না ভেঙে যাওয়া। ৮. অদ্ভুতভাবে জিনিসপত্র হারিয়ে যাওয়া। ৯. ঘুমের সময় কাঁথা-কম্বল টেনে বিরক্ত করা। ১০. রাতে বাড়ির আশেপাশের কুকুরগুলোর অতিরিক্ত চিৎকার করা। ইত্যাদি…

[খ]

মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের কিছু বিষয় জানা জরুরি:

১. পৃথিবী মানুষ ও জ্বীন উভয়ের জন্য, তাই বাড়িঘর বা আশেপাশে কিছু জ্বীনের বসবাস থাকতেই পারে। যতক্ষণ তারা আমাদের বিরক্ত না করে, তাদের সঙ্গে ঝামেলায় জড়ানো উচিত নয়। ২. ইসলাম আমাদের সক্রিয় থাকতে শেখায়। এমন কোনো নির্ভরযোগ্য ও স্থায়ী পদ্ধতি নেই, যা একবার প্রয়োগ করলেই কোনো জ্বীন আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আমাদের যা করতে হবে তা হলো, যদি বাড়িতে জ্বীনের উৎপাত থাকে, সেটা দূর করতে হবে। এবং নিয়মিত যিকর-আযকার ও তিলাওয়াত করতে হবে, যাতে শয়তান বাড়িতে স্থান না পায়।

[গ]

তাহলে প্রথমেই আমাদের জানা দরকার, কোনো বাড়িতে যদি জ্বীনের উৎপাত থাকে, তাহলে তা কীভাবে তাড়াবেন? এর জন্য বেশ কয়েকটি বৈধ পদ্ধতি রয়েছে, যেগুলো সবই কমবেশি কার্যকর।

প্রথম পদ্ধতি: আপনি আরও দুজন লোককে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যাবেন, তারপর জোরে জোরে কয়েকবার বলবেনঃ

أُنَاشِدُكُمْ بِالْعَهْدِ الَّذِيْ أَخَذَهُ عَلَيْكُمْ سُلَيْمَانَ أَنْ تَرْحَلُوْا وَتَخْرُجُوْا مِنْ بَيْتِنَا أُنَاشِدُكُمُ اللّٰهُ أَنْ تَخْرُجُوْا وَلَا تُؤْذُوْا أحَدًا

অর্থাৎ: “আমি তোমাদের সেই ওয়াদার জন্য আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি, যে ওয়াদা সুলাইমান আ. তোমাদের থেকে নিয়েছেন। আমি আল্লাহর শপথ করে বলছি, তোমরা বের হয়ে যাও আর কারো কোনো ক্ষতি করো না।”

পরপর তিনদিন এভাবে বলবেন, আরবিতে এবং বাংলাতেও বলবেন। বাড়ির যেসব জায়গায় সমস্যা হয়, সেখানে গিয়ে গিয়ে বলবেন। ইনশাআল্লাহ! জ্বীনেরা বাড়ি ছেড়ে চলে যাবে।

3.7 6 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments